• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

খাজাঞ্চির হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম;
খাজাঞ্চির হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ 
খাজাঞ্চির হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ 

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত ২য় হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ইং এর ফলাফল প্রকাশ করা হয়েছে।  বিগত ৪ঠা নভেম্বর ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ২৪ নভেম্বর ২৩ইং শুক্রবার প্রকাশ করেছে ট্রাস্টের বাংলাদেশ কমিটির মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটি। .

 .

ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া ও ট্রাস্টের যুগ্মসচিব মিডিয়া ব্যাক্তিত্ব শাহ সিদ্দিকুর রহমান চিশতি এই ফলাফল ঘোষণা করেন।  বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব সেলিম আহমেদ এর অর্থায়নে ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় আয়োজিত হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর ১ম, ২য়, ৩য় ও সাধারণ গ্রেডে মোট ১৮টি মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে। .

 .

এবারের ২০২৩ ইং বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে হুসেন আহমদ, স্কুল রোল নং-২। ২য় স্থান হয়েছে দেবরাজ কান্ত অর্ঘ্য স্কুল রোল নং -১। ৩য় স্থান পেয়েছে মোঃ আবু তালহা, রোল নং ২। সাধারণ গ্রেডে আরো ১৫ জন বৃত্তি পেয়েছে, তাঁরা হলেন: আমিনা বেগম, স্কুল রোল নং -৩, তানহা ইালাম তাছলিমা রোল নং ৪, রাইসা আক্তার মুক্তা রোল নং ১, তায়্যিবা রহমান মুন্নি রোল নং  ১, রুমানা আক্তার নোহা রোল নং  ১, রাইসা বিনতে দুলাল রোল নং ২, সাদিয়া জান্নাত মীম, রোল নং  ১, আনিসা সিদ্দিকা নিশাত রোল নং ২, জুবায়েল আহমদ রোল নং ১, ফাবিহা বেগম ফাতেহা রোল নং ১, মোছাঃ রুবি বেগম রোল নং ১, তাসফিয়া জাহান রোল নং ১, ফুয়াদ হাসান ওলিদ রোল নং ১, তাওহিদা বেগম রোল নং ৩২ ও মাহবুবা বেগম রোল নং  ১।.

 .

বিজয়ী ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে প্রত্যেক ছাত্র ছাত্রী, স্কুল শিক্ষক ও অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। . .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ